বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু, উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট

মার্কিন মুলুকে পরপর মেধাবী ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা। মাত্র এক মাসের মধ্যেই চারজন ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

Must read

প্রতিবেদন : মার্কিন মুলুকে পরপর মেধাবী ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা। মাত্র এক মাসের মধ্যেই চারজন ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন আমেরিকার ভারতীয় দূতাবাস। সর্বশেষ বৃহস্পতিবার মৃত্যুর খবর এসেছে ওহিও প্রদেশ থেকে। মৃতের নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। যদিও তাঁর মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিক মহল।
এর আগে নতুন বছরের শুরুতেই ইলিনয়েসে মৃত্যু হয় উকুল ধাওয়ান নামে এক পড়ুয়ার। প্রবল ঠান্ডায় অবসন্ন হয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা যায় ময়নাতদন্তের রিপোর্টে। যদিও পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে কেন ঢিলছোঁড়া দূরত্বে থাকা পুলিশ উকুলের মৃত্যুর আগে কিছু টেরই পেল না! এরপর জর্জিয়ায় বিবেক সাইনি নামে এক পড়ুয়ার নৃশংস মৃত্যুতে সরব হয়েছিল গোটা ভারতীয় পড়ুয়া মহল। এক ভবঘুরের মারধরে প্রাণ হারান ওই পড়ুয়া। পড়াশুনোর পাশাপাশি খরচ চালাতে একটি দোকানে পার্টটাইম কাজ করতেন তিনি। এরপর গত সোমবার মৃতদেহ উদ্ধার হয় ইন্ডিয়ানার মেধাবী পড়ুয়া নীল আচার্যের। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে টিপক্যানয় কাউন্টি।
তারই মধ্যে ফের আরেকটি অস্বাভাবিক এক মৃত্যুসংবাদে চাঞ্চল্য ভারতীয় পড়ুয়া মহলে। সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের অধীন কার্ল এইচ লিন্ডনার কলেজ অফ বিজনেসের ছাত্র শ্রেয়স রেড্ডি বেনিগারের দেহ উদ্ধার হয়। শ্রেয়সের পরিবার হায়দরাবাদের বাসিন্দা। কনসুলেটের পক্ষ থেকে তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। যদিও শ্রেয়স এখন আমেরিকার নাগরিকত্ব নিয়েই ওহিওতে থাকছিলেন। তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে না জানানো হলেও খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে ভারতীয় দূতাবাস। তদন্ত শুরু করেছে ওহিও পুলিশ।

Latest article