সিলেবাসে বদল হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির

এদিকে, যেহেতু নবম দশম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তাই এখনই এই দুই ক্লাসের সিলেবাস পরিবর্তন করা যাবে না। এই

Must read

মৌসুমী বসাক: আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নবম-দশম নয়, সিলেবাস বদলাতে পারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির। সম্প্রতি সিলেবাস কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নব গঠিত সিলেবাস কমিটির এটাই ছিল প্রথম বৈঠক। বৈঠকে ইতিহাস-সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রম বদলানোর প্রয়োজন আছে বলে মনে করেন শিক্ষকরা। যদিও এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন-২২ হাজারের গণ্ডি পার নিফটির, চাঙ্গা হল শেয়ার বাজার

নয়া কমিটির সভাপতি উদয়ন বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিটি বিষয়ের মেন্টরদের বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে কতটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে বা আদৌ পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা সেটা নিজেদের মধ্যে আলোচনা করে তা লিখিত আকারে জমা দিতে হবে। জুন মাসে হবে কমিটির পরবর্তী বৈঠক। সেই বৈঠকে এই রিপোর্ট জমা দিতে হবে। তারপরেই ঠিক হবে কোন বিষয়ে কতটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কারণ এক্ষেত্রে ২০২২ সালে সিলেবাস পরিবর্তনের কথা উঠেছিল একবার, কিন্তু সেই বিষয়টি তখন ফলপ্রসূ হয়নি। তাই এবার তাঁরা বদ্ধপরিকর।

আরও পড়ুন-ভারতকে বিশেষ ড্রোন বিক্রিতে সায় দিল আমেরিকা

এদিকে, যেহেতু নবম দশম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তাই এখনই এই দুই ক্লাসের সিলেবাস পরিবর্তন করা যাবে না। এই নিয়ে পর্ষদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন সিলেবাস কমিটির সদস্যরা। সেক্ষেত্রেও যদি কিছু পরিবর্তন প্রয়োজন হয় তাহলে কথা বলে তা ঠিক করা হবে। সেক্ষেত্রে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রয়োজনে নবম, দশমের সিলেবাস পরিবর্তন হবে।
দেখা গিয়েছে আর্ট এবং ওয়ার্ক এডুকেশনের কোনও নির্দিষ্ট পাঠ্যক্রম নেই। তাই এবার এই বিষয়ের উপর পাঠ্যক্রম তৈরি করা হবে। ১৫ মার্চ একটি বৈঠক রয়েছে। সেখানে পৌরহিত্য করবেন সংস্কৃতি মন্ত্রকের বিশেষ সচিব কৌশিক বসাক।

Latest article