সকালেই ওড়িশায় (Train Accident- Odisha) ট্রেন দুর্ঘটনায় মৃত ৪। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্ন্যাটফর্মে উঠে পড়ে। দুর্ঘটনার জেরে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরাই স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷
দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বহু ট্রেন (Train Accident- Odisha) বাতিল করা হয়েছে। রেল তরফে জানানো হয়েছে, বাতিল হয়েছে, ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস। বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতের সংখ্যা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে, পুণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া ট্রাক, নিহত ১২
জানা গিয়েছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল।ঘটনায় কমপক্ষে চারজনের মৃ্ত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর৷ মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।এই মুহুর্তে সেখানে চলছে উদ্ধারকাজ।
জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন থেকে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা মারে। ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’