মর্মান্তিক দুর্ঘটনা বিহারে, পুণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া ট্রাক, নিহত ১২

Must read

বিহারে (Bihar- Accident) ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি বেপরোয়া ট্রাক। ঘটনায় মহিলা ও শিশু সহ মৃত্যু হয়েছে মোট ১২ জনের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তরফে নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

রবিবার রাত ৯টা নাগাদ পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহারের বৈশালী জেলার হাজিপুর এলাকায় ভিড় জমান স্থানীয়রা। ‘ভূমিয়া বাবা’র পুজো দিচ্ছিলেন তাঁরা। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক (Bihar- Accident) ওই পুণ্যার্থীদের পিষে দিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত হন বহু মানুষ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় আরও তিন জনের। নিহতদের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাটনার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
অন্যদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জেলা প্রশাসনকে ঠিকমতো চিকিৎসার বন্দোবস্ত করতে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আইসিইউতে গরুর তাণ্ডব

Latest article