সংবাদদাতা, রায়গঞ্জ : কালিয়াগঞ্জের সাহেবঘাটায় কিশোরী মৃত্যুর ঘটনায় চারজন এএসআইকে সাসপেন্ড করা হল। সোমবার এ কথা জানান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার। তিনি বলেন, কিশোরী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। একটি পরিবার তার মেয়েকে হারিয়েছে। কিন্তু এরই মাঝে কিছু মানুষ সুযোগ নিচ্ছে শান্ত রায়গঞ্জকে অশান্ত করার।
আরও পড়ুন-সিঙ্গুরে হচ্ছে এশিয়ার বৃহৎ পাইকারি বাজার
পরিবারের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। পুলিশের উপর আস্থা রাখতে বলা হয়েছে। তাই গুজব না ছড়িয়ে মানুষকে প্রশাসনের উপর আস্থা রাখতে বার্তা দেন পুলিশ সুপার। এদিনই কালিয়াগঞ্জে একটি মিছিল বের করে বিজেপি। সেই মিছিলের ব্যানারে লেখা ছিল নির্যাতিতার নাম। যা আইন বিরোধী। এর আগে ট্যুইট করে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন বিরোধী দল নেতা। পরে প্রশ্নের মুখে পড়ে সেই ট্যুইট তিনি মুছে দেন। কিন্তু রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের রেকর্ডে সেই ট্যুইট রয়ে গিয়েছে বলে জানান শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। সোমবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন-বন্যা নিয়ন্ত্রণের কাজ দেখতে বিধায়ক
সোমবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউসে যান মহকুমা শাসক কিংশুক মাইতি, মানস মণ্ডল, ভাস্করজ্যোতি দেবনাথ, মামলার তদন্তকারী অফিসার রিগদেন সেরিং লেপচা। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় এবং অনন্যা চক্রবর্তী বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এনসিপিসিআর-এর চেয়ারপার্সন এই মন্তব্য করছেন।