রামমন্দির দর্শনে হোটেল বুকিংয়ে প্রতারণা, বিপাকে পুণ্যার্থীরা

কিছুদিন আগেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Rammandir) উদ্বোধন হল। আর তারপর থেকেই বহু পুণ্যার্থী সেখানে ভিড় জমাচ্ছেন

Must read

যোগীরাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Rammandir) উদ্বোধন হল। আর তারপর থেকেই বহু পুণ্যার্থী সেখানে ভিড় জমাচ্ছেন। সেই সঙ্গে প্রতারণার অভিযোগও আসছে প্রায় প্রতিদিন। এবার অযোধ্যা থেকে প্রতারণার অভিযোগ তুলছেন পুণ্যার্থীরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে এবং স্বাভাবিকভাবে আশপাশের এলাকায় হোটেলের চাহিদা বাড়ছে। শহরে গিয়ে সমস্যা এড়াতে পু্ণ্যার্থীরা আগে থেকেই হোটেল বুকিং করছেন। কিন্তু তাঁদের অনেকেরই দাবি, অযোধ্যায় পৌঁছে সেই হোটেলের খোঁজ করতে গিয়ে দেখেন ওই নামে হোটেলই নেই।

আরও পড়ুন-আনন্দপুরে বেসরকারি হাসপাতালের সামনে বিস্ফোরণ, ভস্মীভূত ঝুপড়ি

অনেকেই বাচ্চা, বয়স্ক নিয়ে মন্দির দর্শনে আসেন। ঠিকানা অনুযায়ী হোটেল খুঁজতে গিয়ে দেখা যায় হোটেলই নেই। প্রত্যক্ষদর্শীরাও কেউ সেই হোটেলের নাম বলতে পারছে না। এদিকে হোটেল না পেয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। বুকিংয়ের সময় টাকা দিয়ে প্রতারিত হয়েছে তারা।

আরও পড়ুন-হিট এন্ড রান কেসে এবার ক.ড়া ধারায় মামলা

বেশ কিছু ক্ষেত্রে শোনা গিয়েছে, অযোধ্যার বেশ কিছু হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খোলা হচ্ছে। আর সেই ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুক করার কথা বলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, সেই ওয়েবসাইটও ভুয়ো। জানা গিয়েছে আপাতত সাইবার সেল বিষয়গুলি খতিয়ে দেখছে।

Latest article