প্রতিবেদন : গায়িকা শ্রেয়া ঘোষালের নামে ভুয়ো ই-মেল আইডি আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জালিয়াতদের বিরুদ্ধে। বাংলাদেশে শ্রেয়া ঘোষালের একটি সংগীতানুষ্ঠান আয়োজনের কথা বলে মুম্বইয়ের একটি সংস্থা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছ থেকে ওই পরিমাণ টাকা অগ্রিম বাবদ নিয়েছিল বলে অভিযোগ। কিন্তু পরে জানা যায়, শিল্পীর সঙ্গে আসলে সংস্থাটির কোনও যোগাযোগই নেই। আর সংস্থাটিও পুরোপুরি ভুয়ো।
আরও পড়ুন-বহরমপুরে রাতে কড়া নিরাপত্তা
ওই কনসার্ট আয়োজনের জন্য গত জানুয়ারি মাসেই মুম্বইয়ের ‘হিটমেকার্স প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার সঙ্গে বাংলাদেশ উপ-দূতাবাস কর্তৃপক্ষের চুক্তি হয়। সংস্থাটির সঙ্গে উপ-দূতাবাসের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কলকাতারই একজন শিল্পী। মামলাটি হাইকোর্টে শুনানির জন্য উঠলে বিচারপতি রাজশেখর মান্থা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।