সুমন তালুকদার, হাবড়া : দুঃস্থ মানুষদের পাশে সর্বদাই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি দুঃস্থ মেধাবীদের সাহায্য করার কথা বলেন বারবার। এবার তাঁরই অনুপ্রেরণায় এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৃষ্ঠপোষকতা এবং হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহার উদ্যোগে দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য শুরু হল ফ্রি কোচিং সেন্টার। রবিবার বিকেলে হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এটির উদ্বোধন করেন। হাবড়ার শ্রীপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ে চলবে এই কোচিং সেন্টার। আপাতত ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুঃস্থ পড়ুয়াদের জন্য স্থানীয় বিদ্যালয়গুলির শিক্ষক ও গৃহশিক্ষকদের দিয়ে চলবে পঠন-পাঠন। পরবর্তীতে উচ্চ শ্রেণির জন্যও বিনামূল্যে এমন কোচিংয়ের ব্যবস্থা করা হবে বলে দাবি করেছেন হাবড়া পুরসভার প্রধান নারায়ণ সাহা। তিনি আরও বলেন হাবড়ায় বিধায়ক দুঃস্থ পড়ুয়াদের শিক্ষার আলোয় আনতে উদ্যোগী হন। আমরা তাঁর স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এদিনের কোচিং সেন্টারের উদ্বোধনের পর আপ্লুত জ্যোতিপ্রিয় বলেন, গরিব মানুষের জন্য সর্বদাই কাজ করে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। নানান প্রকল্পের মধ্যে দিয়ে গরিব মানুষদের আর্থিক স্বাচ্ছন্দ্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সৈনিক হিসেবে আমরা এই কোচিং সেন্টার করেছি। এখানে শুধু হাবড়ার ছেলে-মেয়েরাই নয়, আশপাশের এলাকার দুঃস্থ পড়ুয়ারাও উপকৃত হবে। আগামী দিনে আমরা একটা লাইব্রেরিও তৈরি করব। যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি রেফারেন্স বইও পাওয়া যাবে। ফলে ভাল ছাত্রছাত্রীরা এটি ব্যবহার করে পরীক্ষায় ভাল ফল করতে পারবে। বনমন্ত্রী আরও বলেন, আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্যও ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হবে হাবড়ায়।