বিনামূল্যে কোচিং পড়ুয়াদের

Must read

সংবাদদাতা, মালদহ : তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্প চালু হতে চলেছে মালদহে। পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়ারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিস্ট নার্সিং-এর মতো কোর্সগুলিতে বিনামূল্যে প্রশিক্ষণ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই প্রকল্পে উপকৃত হয়েছেন অনগ্রসর শ্রেণির বহু ছাত্রছাত্রী। এবার মালদহ জেলাতেও সেই সুযোগ পাবেন অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা। এ জন্য জেলায় দুটি কোচিং ক্যাম্প চালু হবে বলে জানিয়েছে মালদহ জেলা প্রশাসন।

আরও পড়ুন-শান্তিপুরে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি

একটি সদর মহকুমায় অপরটি চাঁচল মহকুমায়। প্রতিটি কোচিং সেন্টারে ৪০ জন কোচিং নিতে পারবে। তার মধ্যে ৩২টি তফসিলি জাতি ও ৮ উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীর সুযোগ মিলবে এখানে। ইতিমধ্যেই বিগত বছরগুলিতে এই প্রকল্পের মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট ও নার্সিং-এ সুযোগ পেয়েছেন বহু ছাত্রছাত্রী। স্বভাবতই এবার কোচিং নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে। জেলার ৭ জন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ দেবেন। শুক্রবার মালদহ বিভূতিভূষণ উচ্চবিদ্যালয়ে চলতি বছরের কোচিং ক্যাম্পের উদ্বোধন হবে। অপরটি চাঁচল মহকুমার সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে আগামী মাসে শুরু হবে।

আরও পড়ুন-ডিভিসির ছাড়া জলে, জলভাসি হবে হাওড়া

উদ্বোধনে থাকছেন জেলার অনগ্রসর কল্যাণ দফতরের আধিকারিকেরা। মূলত দ্বাদশ শ্রেণি ও প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এই কোচিং সেন্টারে বিনামূল্যে কোচিং নিতে পারবে। মেধাতালিকার ভিত্তিতে সুযোগ পাবে তারা। কোচিং নেওয়াকালীন ছাত্রছাত্রীদের মিলবে ক্লাস প্রতি ৩০০ টাকা। এ বিষয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের আধিকারিক বিজয় মোকতান জানান, দুটি মহকুমায় শুরু হচ্ছে বিনামূল্যে কোচিং সেন্টার। কোচিং-এর পাশাপাশি ছাত্রছাত্রীরা আর্থিক অনুদানও পাবে। এই প্রকল্পের ফলে মালদহে উপকৃত হচ্ছে উপজাতি ও তফসিলি জাতির ছাত্রছাত্রীরা। এই প্রকল্পকে ঘিরে উৎসাহ তৈরি হয়েছে।

Latest article