প্রতিবেদন : অত্যন্ত খরচসাপেক্ষ ডায়ালিসিস (Dialysis) পরিষেবার বিষয়ে কিডনি-রোগী এবং তাঁদের পরিজনদের দুশ্চিন্তা দূর করতে বিশেষ পদক্ষেপ করছে রাজ্য। আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু করছে স্বাস্থ্য দফতর। নয়া পরিষেবা মিলবে মূলত স্টেট জেনারেল হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে। এই মুহূর্তে বিনামূল্যে ডায়ালিসিস (Dialysis) পরিষেবা পাওয়া যায় রাজ্যের ৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে। পিপিপি মডেলে বিনামূল্যে এই পরিষেবা মেলে আরও ৪৫টি সরকারি হাসপাতালে। এবারে বিধাননগর ছাড়াও আরও ২৩টি সরকারি হাসপাতালে নিখরচায় এই পরিষেবা মিলবে পিপিপি মডেলেই। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার আওতায় আসবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সল্টলেক, জয়সওয়াল হাসপাতাল, হলদিয়া, নন্দীগ্রাম, খড়্গপুর, শ্রীরামপুর, বনগাঁ, কালিম্পং-সহ বিভিন্ন জায়গার সরকারি হাসপাতাল-সহ মোট ৭৬টি হাসপাতাল। বেসরকারি হাসপাতালগুলিতে অত্যন্ত ব্যয়বহুল ডায়ালিসিস প্রক্রিয়া থেকে সাধারণ মানুষকে রেহাই দিতেই বিনামূল্যে এই পরিষেবা তৃণমূলস্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। পরিষেবা মিলবে মহকুমা এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও। বিশেষ ব্যবস্থা থাকছে সল্টলেক মহকুমা হাসপাতালেও। আউটডোর বিভাগের তিনতলায় প্রাথমিকভাবে করা হবে ৫ শয্যার ডায়ালিসিস ইউনিট। পরে তা বাড়িয়ে ১০ শয্যার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিসিইউ রোগীরাও যাতে উপকৃত হন, বিশেষ লক্ষ্য রাখা হবে সেদিকেও।