সৌমালি বন্দ্যোপাধ্যায় : স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে সম্পূর্ণ বিনামূল্যে পায়ের অস্ত্রোপচার হল সালকিয়ার উঠতি ফুটবলার পবিত্র মুখোপাধ্যায়ের। বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র পবিত্র উত্তর হাওড়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা। মাস দেড়েক আগে ফুটবল খেলতে গিয়ে তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। অনিশ্চিত হয়ে পড়ে উঠতি ফুটবলারের কেরিয়ার। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার না করলে হবে না। অস্ত্রোপচার করতে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হবে।
আরও পড়ুন-জুলুম, হুমকির অভিযোগে দ্রুত পুলিশি পদক্ষেপ
পবিত্রর বাবা কৃষ্ণ মুখোপাধ্যায় পেশায় গাড়িচালক। অভাবের সংসার। এই বিপুল পরিমাণ খরচের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। উপায় না দেখে যোগাযোগ করেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরির সঙ্গে। সমস্ত ঘটনা শুনে দ্রুত পবিত্রর অস্ত্রোপ্রচার করাতে উদ্যোগী হন বিধায়ক। পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে শুনে বিধায়ক হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে যোগাযোগ করেন। সেখানেই সম্পূর্ণ বিনামূল্যে পায়ের লিগামেন্টের ব্যয়সাপেক্ষ ওই অপারেশন হয়।
আরও পড়ুন-রাজ্য পুলিশেই আস্থা কমিশনের
পবিত্রর বাবা কৃষ্ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই অপারেশন করাতে এখানে ১ লাখ ৬০ হাজার টাকা লাগত। আমার পক্ষে এত টাকা খরচ করে এই অপারেশন করানো সম্ভব ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড ও স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরি তৎপরতার সঙ্গে সব ব্যবস্থা করে দেন। তাঁদের দৌলতে সম্পূর্ণ বিনামূল্যে ব্যয়বহুল এই অপারেশন সফলভাবে করা সম্ভব হয়েছে। আশা করছি আমার ছেলে সুস্থ হয়ে ফের মাঠে ফিরতে পারবে।’’ গৌতম চৌধুরি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই অপারেশনের কোনও খরচ লাগেনি।’’ সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে ব্যয়বহুল এই ধরনের অপারেশন হচ্ছে।