মুক্ত বাণিজ্য চুক্তি ফের সক্রিয়তা শুরু

কিন্তু প্রথমে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনের অর্থনৈতিক ও রাজনৈতিক ডামাডোলের কারণে তা সম্পন্ন করা যায়নি।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : চুক্তি নিয়ে চিন্তা। দেওয়ালির মধ্যে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনের অর্থনৈতিক ও রাজনৈতিক ডামাডোলের কারণে তা সম্পন্ন করা যায়নি। ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। চুক্তির শর্তগুলি অবাধ এবং পারস্পরিক সুবিধাযুক্ত হলে তবেই তা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী গ্রেগ হ্যান্ডস। সেদেশের সংসদে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আমরা বেশিরভাগ আলোচনাই সম্পন্ন করে ফেলেছি। এখন আমরা পরবর্তী পর্যায়ের আলোচনার অপেক্ষা করছি। আমরা চাই, এমন চুক্তি যাতে দু’পক্ষেরই সবচেয়ে ভাল হয়।

আরও পড়ুন-বাংলার পথে কেরলেও রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর ভাবনা

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে দুই দেশের মধ্যে শুল্কের বোঝা হ্রাস করা, একটি নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত জটিলতা শিথিল করার কথা বলা হয়েছে। ২০২১ সালের মে মাসে দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তারপর থেকে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে পাঁচ দফা আলোচনা হয়েছে এবং বর্তমানে সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ব্রিটেন হল দ্বিতীয় বৃহত্তম দেশ। ২০০০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩২ বিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের রফতানিকারক দেশগুলির মধ্যে ব্রিটেন সাত নম্বরে রয়েছে। ২০১০ থেকে ২০২১ এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ২২.৭ শতাংশ।

Latest article