সময়মতো ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের আভাস দিতে না পারার কারণে চাকরি খোয়াতে হল ফ্রান্সের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল এরিক ভিদাউদকে (French Military Spy Chief Eric Vidaud)। বৃহস্পতিবার ফ্রান্সের চিফ অফ ডিফেন্স স্টাফ থেইরি বারখার্ড জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আমেরিকার গোয়েন্দা বিভাগ যে পূর্বাভাস দিয়েছিল ঠিক তার বিপরীত পূর্বাভাস দিয়েছিলেন জেনারেল এরিক (French Military Spy Chief Eric Vidaud)। গোয়েন্দা প্রধানের পদে থেকেও তিনি কীভাবে এত বড় একটি ভুল রিপোর্ট পেশ করলেন তা বোঝা যাচ্ছে না। পেশাগত ব্যর্থতার কারণেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এদিন হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড জানিয়েছেন, রুশ সামরিক বাহিনী এখন চরম হতাশায় ভুগছে। যার ফলে পুতিন এবং সামরিক বাহিনীর শীর্ষকর্তাদের মধ্যে সম্পর্ক ক্রমশই শীতল হচ্ছে। রুশ সেনার মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট।
আরও পড়ুন: সঙ্কটে শ্রীলঙ্কা, বন্ধ গণপরিবহণ