মুম্বই, ১৯ মে : চলতি বছর সাড়া জাগিয়ে টেনিস কোর্টে আবির্ভূত হয়েছেন রাফায়েল নাদালের দেশের নতুন প্রতিভা কার্লোস আলকারেজ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ইতালীয় মাত্তিও বেরেত্তিনির কাছে হেরে ছিটকে যাওয়ার পর থেকে কোর্টে ১৯ বছরের স্প্যানিশ টিনএজারের দাপট চলছে। এবার প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে ফরাসি ওপেনে খেলতে নামছেন আলকারেজ।
রবিবার ২২ মে থেকে ফরাসি ওপেনের মূল পর্বের খেলা শুরু হচ্ছে।
আরও পড়ুন-সাফল্যেও রিঙ্কুর মুখে বাবার কথা
টেনিস বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ফরাসি ওপেনে বড় চমক দিতে পারেন আলকারেজ। মাদ্রিদ ওপেনে স্বপ্নের ফর্ম দেখিয়ে হারিয়ে দেন স্বদেশীয় কিংবদন্তি রাফায়েল নাদালকে। ক্লে-কোর্টের রাজা বলা হয় রাফাকে। তাঁকেই লাল সুরকির কোর্টে হারিয়ে শোরগোল ফেলে দেন আলকারেজ। এর পর সেমিফাইনালেও হারিয়ে দেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে। মাদ্রিদ ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেভেরেভের কাছে হারলেও মিয়ামি এবং বার্সেলোনা ওপেন জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান আলকারেজ। এবার ফরাসি ওপেন জিতে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী নতুন টেনিস বিস্ময়।
আরও পড়ুন-শেষ আটে সিন্ধু, সরলেন শ্রীকান্ত
এদিকে, চোট কাটিয়ে ফরাসি ওপেনে নামছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর নাওমি ওসাকা। তবে জাপানি তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে থাকছে সংশয়।