‘খিদেটা আছে, যেদিন থাকবে না সেদিন আর খেলব না’, এটাই জীবনের সেরা সময় আমার: বিরাট

তিনি বলছেন, ‘‘জীবনের সবথেকে সুখী সময় কাটাচ্ছি আমি”। আর কেউ নন, বিরাট কোহলি। যাঁর ব্যাটে রানের খরা দেখে ঘুম নেই আসমুদ্র হিমাচলের।

Must read

মুম্বই, ১৯ মে : তাঁর কাছে এটাই সবথেকে সুখের সময়। তিনি বলছেন, ‘‘জীবনের সবথেকে সুখী সময় কাটাচ্ছি আমি”। আর কেউ নন, বিরাট কোহলি। যাঁর ব্যাটে রানের খরা দেখে ঘুম নেই আসমুদ্র হিমাচলের।
আড়াই বছর কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই বিরাটের। রান নেই ভারতের হয়ে খেলায়। রান পাচ্ছেন না আইপিএলেও। এমনকি কোনও ফর্ম্যাটেই নেতৃত্বের দায়ভারও এখন নেই তাঁর উপরে। কিন্তু কিং কোহলি তবু বলেছেন, ‘‘সত্যি কথা বলতে কি, আমি এখন সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মাঠে কী ঘটছে তার কোনও প্রভাব আমার মধ্যে পড়ছে না। আমার এটা বিবর্তনের সময়। এটা বলছি না যে আমার মধ্যে সেই খিদেটা চলে গিয়েছে। যেদিন ওটা থাকবে না, সেদিন আমি আর খেলব না।”

আরও পড়ুন-আলকারেজের নজরে ফরাসি ওপেন

প্রাক্তনদের অনেকে বলেছেন, বিরাটের এখন কিছুদিন খেলা থেকে সরে থাকা উচিত। উল্টো মতও রয়েছে। কিন্তু আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে আরসিবির তারকা ব্যাটসম্যান বলেছেন, ‘‘অভিজ্ঞতা আমার কাছে সবথেকে দামি। অতীত ও বর্তমান থেকে যতটুকু বুঝেছি, আমি এতদিন নিজেকে সেভাবে মুল্যায়ন করিনি। এখন বুঝতে পারছি বাইরের দুনিয়ায় আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। আগে আমি যা করিনি, এখন নিজের ভাল-মন্দের মল্যায়ন করতে পারছি।”

আরও পড়ুন-সাফল্যেও রিঙ্কুর মুখে বাবার কথা

তিনি রান করতে না পারায় দলের যে ক্ষতি হচ্ছে, সেটা অনুভব করছেন ভিকে। এতে তিনি যে হতাশ, সেটাও কবুল করেছেন। তাঁর বক্তব্য হল, তিনি দলকে ডোবাতে পারেন না। অধিনায়ক থেকে দলের সাধারণ এক সদস্য হয়ে যাওয়ার পর বিরাটের নিজেকে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে বলে মনে করছেন অনেকে। কিন্তু বিরাট বলছেন, ‘‘আমার মনে হয় না এতে কোনও সমস্যা আছে। ফাফ ডুপ্লেসির সঙ্গে আমার সম্পর্ক বরাবর ভাল। তাছাড়া আমাদের একটা লিডারশিপ গ্রুপ রয়েছে। সেখানে সবসময় আমরা মতামত শেয়ার করি।” ধোনির নেতত্বে খেলার প্রসঙ্গ টেনে বিরাট বলেছেন, ‘‘দায়িত্বশীল প্লেয়ার হিসাবে যে জায়গা তখন পেয়েছিলাম, সেটা খুব উপভোগ করেছি। তখনও অধিনায়ককে ইনপুট দিয়েছি। এটা আমার কাছে খুব উত্তেজক বিষয়। এই উত্তেজনা এখনও অনুভব করছি।”

Latest article