ফের অশান্ত মণিপুর, দোকান-বাড়িতে চলল লুঠপাট

Must read

ফের নতুন করে অশান্তি ছড়াল মণিপুরে (Manipur Clash)। রবিবার রাত থেকেই বিক্ষোভ ছড়ায় ইম্ফলের চেকন এলাকায়। স্থানীয় বাজারের দখল নিয়ে মেইটেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দোকানপাঠ থেকে বাড়িগুলিতেও চলে লুঠপাট। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতেও। ঘটনায় প্রাক্তন ১ বিধায়ক সহ ৩ জনকে গ্রেফতার করেছেন মণিপুর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

চলতি মাসে শুরুর দিকে মণিপুরে (Manipur Clash) দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। সেনা, আধা সেনা,অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই হিংসায় প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায়। ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ফের জারি করা হয়েছে কার্ফু।সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজার এলারা বেশ কিছু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “রবিবার রাতে ইম্ফল পশ্চিম জেলায় এক ঘটনায় তিনজন সামান্য আহত হন। পুলিশ এই ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে।” তিনি আরও বলেন, “সোমবার ইম্ফল শহরের নিউ ল্যাম্বুলেন অংশে আরেকটি ছোটখাটো ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন প্রাক্তন বিধায়ক এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সিঙ্গেল ব্যারেল বন্দুক বহনকারী দু’জন সশস্ত্র কর্মী বিক্রেতাদের হুমকি দেয় এবং অঞ্চলটি খালি করতে বলে। প্রাক্তন বিধায়কসহ এই দু’জনকেই হেফাজতে নেওয়া হয়েছে।” এর পাশাপাশি তিনি জানিয়েছেন, গত ১০ দিন ধরে মণিপুরের অবস্থা শান্তিপূর্ণই ছিল। তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাজ্যে শীঘ্রই শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: সংসদ ভবন উদ্বোধনে মোদি, প্রতিবাদে চিঠি

Latest article