সংবাদদাতা, কোচবিহার : উৎসবের মরশুমে মিড-ডে মিলের মেনুতে বদল। দিনকয়েক আগেই মালদহের একটি প্রাথমিক স্কুলের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা। এবার দিনহাটা মহকুমার সিতাইয়ের কায়েতের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মেনুতে ফ্রায়েড রাইস, মাংস আর শেষ পাতে মিষ্টি খেল পড়ুয়ারা। বুধবার পাতে স্পেশাল মেনু পড়তেই খুশিতে ঝলমল করে উঠেছিল ছোট্ট মুখগুলো। চেটেপুটে মিড-ডে মিল খেল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবারের মিড-ডে মিলের মেনুতে ছিল জিভে জল আনা মেনু।
আরও পড়ুন-বিপুল সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল
বিদ্যালয়ের এই উদ্যোগে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলের মেনুতে একঘেয়েমি কাটাতে এদিন এই মেনু বদল । শুধু ভরপেট ফ্রায়েড রাইস- মাংসই নয়, শেষ পাতে মিষ্টিও দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অয়ন দত্ত জানান, ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার জন্য এই ভাবনা। বেশির ভাগ দিন রুটিন মেনে একই ধরনের খাবার খাওয়ানো হত। তাতে বদল আনতেই মিড-ডে মিলের মেনুতে এই বদল। সিতাই সার্কেলের এসআই পলাশ লালা বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত৷