বিপুল সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল

উল্লেখ্য, গত ৯ অগাস্ট মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনা ঘটে৷ ঘটনায় স্থগিত হয়ে যায় বোর্ড গঠন।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : শান্তিপূর্ণভাবে কালিয়াঞ্জের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল। বুধবার সকালে কড়া পুলিশি প্রহরার ঘেরাটোপে ১৪৪ ধারার মধ্য দিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সমাপ্ত হয়। তৃণমূলের ১৮ জন গ্রাম সংসদ সদস্যদের সমর্থনে প্রধান নির্বাচিত হন তৃণমূলের প্রধান গোলাম মোস্তাক এবং উপপ্রধান হন সারদী দেবশর্মা। এদিন বিজেপির ২ জন, সিপিএমের ২ জন এবং কংগ্রেসের ১ জন জনপ্রতিনিধি বোর্ড গঠনে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন-পুজোর আগে হোর্ডিং ব্যানারে বড় নির্দেশিকা পুরসভার

আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের মানুষের পক্ষে তৃণমূল বোর্ড কাজ করবে বলে দাবি করেন সদ্য নির্বাচিত প্রধান গোলাম মোস্তাক। বোর্ড গঠনের পর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আজ ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও কালিয়াগঞ্জ মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত দুটিতেই আমরা বোর্ড গঠন করলাম। এলাকার উন্নয়নের জন্য কাজ করবে পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর বিপুল উন্নয়নের জন্যই পঞ্চায়েত নির্বাচনে একের পর এক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-পাঠানকোট হামলার মূল চক্রী লতিফ খুন, ঘনাচ্ছে রহস্য

উল্লেখ্য, গত ৯ অগাস্ট মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনা ঘটে৷ ঘটনায় স্থগিত হয়ে যায় বোর্ড গঠন। কানাইয়ালাল আগরওয়াল বলেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস বোর্ড কাজ করছে। আগামী দিনে জেলায় উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেসই।

Latest article