পুজোর আগে হোর্ডিং ব্যানারে বড় নির্দেশিকা পুরসভার

পূর্বের অভিজ্ঞতা বলে বেশ অনেক ক্ষেত্রেই কোন অঘটন ঘটলে পুজো কমিটিগুলি হোর্ডিংয়ের দায়িত্ব নিতে চান না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

পুজো মানেই রাস্তার দু’পাশে ব্যানার, হোর্ডিং (Hoarding)। কিন্তু অনেক সময় এই হোর্ডিং সাধারণ মানুষের জন্য খুব সমস্যার হয়ে দাঁড়ায় । তাই ঠিক পুজোর আগে মঙ্গলবার হোর্ডিং নিয়ে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) নির্দেশিকা জারি করল। নির্দেশ অনুযায়ী অনুযায়ী, মাটি থেকে ২০ ফুটের বেশি উঁচুতে হোর্ডিং বা ব্যানার লাগানো যাবে না। বাসস্ট্যান্ড এবং ডিভাইডারে কাছে হোর্ডিং লাগানো যাবে না।

আরও পড়ুন-পাঠানকোট হামলার মূল চক্রী লতিফ খুন, ঘনাচ্ছে রহস্য

হোর্ডিং নিয়ে বিস্তর অভিযোগ জমা পরে পুরসভায়। বেশ কিছু ক্ষেত্রে বাড়ির জানালা পর্যন্ত খোলা দায় হয়ে যায়। আলো বাতাস সবই বন্ধ হয়ে যায়। হোর্ডিংয়ের কারণে অনেক সময় দুর্ঘটনা হয়। এই কারণেই উঁচুতে হোর্ডিং লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুরসভা। বিজ্ঞাপন দফতরের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার যেকোন রকম দুর্ঘটনা এড়াতে এই নির্দেশিকা জারি করেছে। পুজো কমিটি গুলিকে এই নির্দেশিকা মানতে হবে।

আরও পড়ুন-মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ জনের মৃত্যু ‘স্বাভাবিক’ বলে দাবি ডিনের!

এই নির্দেশিকা শহরের দুর্গাপুজো কমিটিগুলির কাছে পাঠানো হয়েছে। কোন পুজো কমিটির হোর্ডিং কোথা থেকে লাগানো হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে সেটা জানাতে হবে বলে মেয়র পারিষদ জানিয়েছেন। পূর্বের অভিজ্ঞতা বলে বেশ অনেক ক্ষেত্রেই কোন অঘটন ঘটলে পুজো কমিটিগুলি হোর্ডিংয়ের দায়িত্ব নিতে চান না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest article