মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ জনের মৃত্যু ‘স্বাভাবিক’ বলে দাবি ডিনের!

Must read

মৃত্যুমিছিল অব্যাহত মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে। দিন কয়েক আগে মহারাষ্ট্রের (Nanded hospital deaths) যে সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছিল সেখানেই এবার ৮ দিনে ১০৮ রোগী মারা গিয়েছেন। ১ দিনে ১১ জনের মৃত্যু হয়। আগের ঘটনায় ওষুধের যোগান না থাকার কথা জানিয়েছিলেন হাসপাতালের ডিন। এবার বলেছেন ৮ দিনে ১০৮ রোগীর মৃত্যুর ঘটনা স্বাভাবিক।

ঘটনাটি মহারাষ্ট্রের নান্দের জেলার শংকররাও চভন সরকারি হাসপাতালের (Nanded hospital deaths)। ৮ দিনে ১০৮ রোগীর মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলে দাবি করে হাসপাতালের ডিন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১হাজার ১০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসকরা দেখেছেন। তার থেকে ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগে গড় মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টায় ১৩ জন ছিল, এখন কমে হয়েছে ১১ জন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জন্মগত সমস্যার কারণেই সদ্যোজাতদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- রাজ্যের উদ্যোগে উপকৃত হবেন ২২ হাজার চিকিৎসক, আধিকারিক, সামাজিক সুরক্ষায় স্বাস্থ্য মিশনের কর্মীরাও

হাসপাতালে ওষুধের যোগান নিয়ে ডিন জানিয়েছেন, “পর্যাপ্ত ওষুধ রয়েছে। কর্মীরা রোগীদের সাহায্য করছেন।“ তাঁর দাবি, এখানে তিন মাসের ওষুধ স্টক করা হয়। ওষুধের অভাবে কেউ মারা যাননি বরং শারীরিক সমস্যাই মৃত্যুর কারণ বলেও ডিন এদিন উল্লেখ করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভনের অভিযোগ, শংকররাও চভন সরকারি হাসপাতালে ৬০ জন শিশুকে দেখভালের জন্য নার্সের সংখ্যা মাত্র ৩জন।

Latest article