বিরাটের মাঠে আজ রশিদই কাঁটা

Must read

নয়াদিল্লি, ১০ অক্টোবর : দিল্লি মাঠের সব ঘাস তিনি চেনেন। ফলে রাজধানীতে পা রাখার পর তিনি যে কিছুটা নস্টালজিক হয়ে পড়বেন, সেটাই স্বাভাবিক।
বিরাট কোহলি। ভুল হল। দিল্লিতে তিনি চিকু। কেন এই নাম? সেটা ছোটবেলার ঘটনা। একটা ছোটদের কার্টুন চরিত্রের নাম ছিল এটা। ঈষৎ লম্বা কান। কেউ একজন মজা করে চিকু ডাকা শুরু করেছিল। সেটাই ছড়িয়ে গেল ক্রিকেট সার্কিটে। গৌতম গম্ভীর, অতুল ওয়াসনদের মতো দিল্লি ক্রিকেটের লোকজন বিরাটকে চিকুই ভাবেন।
বুধবার এই চিকু ঘরের মাঠে আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচ খেলবেন। চেন্নাইতে রাহুলকে নিয়ে ম্যাচ জিতিয়ে আসার পর দিল্লিতে বিরাটই এখন টক অফ দ্যা টাউন।
আগের দিন বোর্ড একটি ভিডিও পোস্ট করেছে। তাতে বিরাট রাহুলকে বলেছেন, দিল্লিতে এলেই তিনি কেমন নস্টালজিক হয়ে পড়েন। সেই মাঠ। সবকিছু। শুধু নাম বদলেছে। এখন আবার বিরাট কোহলি প্যাভিলিয়ন। যা দেখে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা ব্যাটারের। বলেছেন নিজের লোকেদের সামনে খেলার অন্য অনুভূতি আছে। সেটা দিল্লিতে পা রেখেই বুঝতে পারছেন। তিনি কেন, সবাই সেটা বুঝতে পারছে।
এমনিতে রোহিতের দলের জন্য এটা অপেক্ষাকৃত সহজ ম্যাচ। আফগানিস্তান প্রথম ম্যাচে হেরেছে। আর ভারত অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে। তবে আট ওভার বাকি রেখে অস্ট্রেলিয়াকে হারালেও ভারতীয় টপ অর্ডার নড়ে গিয়েছিল হ্যাজলউড আর স্টার্কের সামনে। ২ রানে ২ উইকেট হয়ে গিয়েছিল রবিবার। সেখান থেকে আবার নিজেদের জায়গায় ফেরায় এখন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ। বিশ্বকাপ জিততে হলে এটা মাস্ট।
বিরাট একা ১১ ম্যাচের লম্বা টুর্নামেন্টে ভারতকে টানতে পারবেন না। রোহিতকেও রান পেতে হবে। শুভমন গিল এই ম্যাচে কেন, সম্ভবত তারপরের ম্যাচেও নেই। তাহলে রান চাই ঈশান কিশানের ব্যাটে। চিপকে ঈশানের স্বল্প ইনিংস প্রাক্তনদের বিরক্তি বাড়িয়েছে। আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচেও রান না পেলে মুশকিলে পড়বেন। তখন রাহুলকে শুরুতে এনে মাঝে সূর্যকে ভাবা হতে পারে।

আরও পড়ুন- আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

জেতা দল নিয়েই ভারত সম্ভবত রশিদ খানদের বিরুদ্ধে নামবে। তিন স্পিনারের কম্বিনেশনে হাত পড়বে না। তাছাড়া দিল্লির উইকেটে বরাবর বল একটু দেরিতে আসে। এখানে অশ্বিনদের জন্য পরের দিকে টার্ন মিলবে। এখানে অবশ্য আগেই বিশ্বকাপের বোধন হয়েছে। আর সেই দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে ৭৫৪ রান উঠেছে।
আফগানিস্তান বোলারদের মধ্যে রশিদকে সমীহ করতেই হবে। কিন্তু এই বিশ্বকাপে রশিদ এখনও নিজের ছন্দে পৌঁছতে পারেননি। পারলে বলা যেত এটা ভারতীয় ব্যাটিং বনাম রশিদের ম্যাচ। কিন্তু ছন্দহীন রশিদ বনাম মেজাজে থাকা বিরাটের ম্যাচে সেসব কিছুই বলা যাচ্ছে না! তবু রশিদই যা চ্যালেঞ্জ ভারতের জন্য। আর কিছু নয়। মঙ্গলবার কোটলায় রীতিমতো খোশমেজাজে দেখা গিয়েছে রশিদকে।

Latest article