পাঠানকোট হামলার মূল চক্রী লতিফ খুন, ঘনাচ্ছে রহস্য

Must read

পাকিস্তানে পঠানকোট হামলার মূল চক্রী খুন। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য শাহিদ লতিফকে (Shahid Latif) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বুধবার সকালে এই ঘটনা ঘটে পাকিস্তানের শিয়ালকোটে। বহু দিন ধরেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল শহিদ লতিফের। যদিও এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ঘনাচ্ছে রহস্য।

২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে হামলার ঘটনার মূল চক্রী ছিলেন লতিফ (Shahid Latif) । পাকিস্তানের শিয়ালকোট থেকেই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের চার সন্ত্রাসবাদীকে ভারতে পাঠানো হয়েছিল হামলা চালানোর জন্য। একইসঙ্গে ১৯৯৯ সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমান হাইজ্যাক করার ঘটনাতেও অভিযুক্ত ছিলেন লতিফ।

আরও পড়ুন: মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ জনের মৃত্যু ‘স্বাভাবিক’ বলে দাবি ডিনের!

১৯৯৪ সালে লতিফকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর জেল হয়। ২০১০ সালে লতিফের সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জাতীয় তদন্তকারী সংস্থার জানিয়েছিল, ভারতের জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তানে ফেরার পরই আবার জিহাদি কাজকর্ম করছিলেন শহিদ লতিফ। এরপর অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতীদের হাতে খুন হতে হলো লতিফকে।

Latest article