সংবাদদাতা, শান্তিনিকেতন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আবার শুরু হল ঐতিহ্যময় পৌষমেলা। শান্তিনিকেতনের আশ্রমিক থেকে পড়ুয়া, স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবাই একবাক্যে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন। নিয়মমাফিক বাউল মঞ্চ থেকেই ছাতিমতলায় ব্রহ্মসঙ্গীতের পর বেলা এগারোটা নাগাদ ঐতিহ্যবাহী পৌষমেলার ভোর সাড়ে পাঁচটায় ছাতিমতলায় ব্রহ্মসঙ্গীতে বিশ্বপিতার কাছে প্রার্থনার পর সকাল এগারোটায় বাউলমঞ্চে মেলার উদ্বোধন হল। ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ ও প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন-কুণালের সঙ্গে বৈঠকে এসে বিস্ফো.রক দাবি করলেন চাকরিপ্রার্থীরা, ২৭ লক্ষ নিয়ে প্রতা.রণা বিকাশের
উপস্থিত হন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনিও মেলাচত্বর ঘুরে দেখেন। জেলাশাসকের মোবাইল থেকে মেলার ভার্চুয়াল উদ্বোধনী বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, খুব ভাল লাগছে। মুখ্যমন্ত্রীই এই মেলার ব্যাপারে সচেষ্ট হন। বিশ্বভারতীর সব কিছু ফিরে আসছে। তাঁকে অনেক ধন্যবাদ। আরেক আশ্রমিক কৃষ্ণপদ সিংহরায় বলেন, বিদ্যুৎ-বিদায় হয়ে বিশ্বভারতীতে আবার সুসময় ফিরে এল। রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদ। রাজ্য সরকার সচেষ্ট না হলে পৌষমেলা সম্ভব হত না। বিশ্বভারতীর সঙ্গীতভবনের ছাত্রী অন্বেষা লাহা বলেন, বিদ্যুৎ চক্রবর্তীর সময় পৌষমেলা বন্ধ করে দেন। তাছাড়াও অকাল বসন্ত উৎসব করেন। এবার সঠিক সময়ে সবকিছু হচ্ছে। খুব ভাল লাগছে। আমরা উপভোগ করছি।