বিকাশকে পাল্টা জবাব কুণালের

নিয়োগ মামলা নিয়ে রবিবার বাম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Must read

প্রতিবেদন : আইনি জট ছাড়িয়ে রাজ্য সরকার আন্দোলনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই মামলা করে আটকে দিচ্ছে বিরোধীরা। কারণ আন্দোলন চললে রাজনীতি করার সুবিধা। নিয়োগ মামলা নিয়ে রবিবার বাম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-বর্ষশেষে উৎসবের হুল্লোড়ে মা.দক রুখতে ক.ড়া নজরদারি, দায়িত্বে পুলিশকর্মীরা

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলার বেকার যুবক-যুবতীরা চাকরি পাক। তাঁরা চাকরি পেলে বিরোধীদের অসুবিধা। ধরনা-আন্দোলন চললে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। তাই সমস্যার সমাধান হোক এটা চায় না বিরোধীরা। এর আগে চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা কৃতজ্ঞ। তিনি তাঁদের নিয়োগের পথ করে দিয়েছিলেন। তাঁদের নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগোয়। কিন্তু চাকরিতে যোগ দিতে পারেননি। কারণ, তাঁর আগেই অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করে সেই নিয়োগের উপর আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসেন বামনেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে তাঁদের হয়ে মামলা লড়তে ২৭ লক্ষ টাকা নিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে যখন তাঁদের চাকরি হওয়ার পথে, তখন তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তিনি।

Latest article