সংবাদদাতা, মালদহ : জেলায় জেলায় নারীশক্তির জয়জয়কার। ইতিমধ্যেই উত্তরের পাঁচ জেলায় জেলা সভাধিপতি হয়েছেন মহিলা। বুধবার মালদহ জেলা পরিষদেও নারীশক্তি। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। ইংরেজবাজার থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের লিপিকা বর্মন ঘোষ হলেন এবারের জেলা পরিষদের নতুন মহিলা সভাধিপতি। তিনি গত পাঁচ বছর ধরে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সহকারী সভাধিপতি পদে নির্বাচিত হলেন এটিএম রফিকুল হোসেন। তিনি ছিলেন মালদহ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি। তিনি এবারেও চাঁচল থেকে নির্বাচিত হন। প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মালদহ জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-আল হিলালেই সই করলেন নেইমার
জেলা পরিষদের ৪৩টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৩৪ আসন। পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৪টি আসন। এবার মালদহ জেলা পরিষদের সভাধিপতি আসনটি ছিল তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত। এদিন তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ প্রথম সারির নেতারা দলের জয়ী সদস্যদের সঙ্গে করে জেলা পরিষদে পৌঁছন। সভাধিপতি নির্বাচনের জন্য দলের মধ্যেই হুইপ জারি করা হয়। জেলা পরিষদের সভাকক্ষে সভাধিপতি ও সহকারী সভাধিপতি গঠন প্রক্রিয়া শুরু হয়। ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয় সভাধিপতি ও সহকারী সভাধিপতি।
আরও পড়ুন-জলপ্রপাতের ডাক
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জামিল ফতেমা জেবা সহ প্রমূখ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাধিপতি পদে লিপিকা বর্মনের নাম প্রস্তাব করা হয়। সভাধিপতি পদে ভোটাভুটিতে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন তৃণমূলের লিপিকা বর্মন। সহ- সভাধিপতি পদে তৃণমূলের পক্ষে এটিএম রফিকুল হোসেন এবং কংগ্রেসের পক্ষে মামনি মণ্ডলের নাম প্রস্তাব করা হয়।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…