উত্তর থেকে দক্ষিণ, জেলা পরিষদে তৃণমূলের বোর্ড গঠনে উচ্ছ্বাস, মালদহে নারীশক্তির জয়

জেলা পরিষদের ৪৩টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৩৪ আসন। পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৪টি আসন।

Must read

সংবাদদাতা, মালদহ : জেলায় জেলায় নারীশক্তির জয়জয়কার। ইতিমধ্যেই উত্তরের পাঁচ জেলায় জেলা সভাধিপতি হয়েছেন মহিলা। বুধবার মালদহ জেলা পরিষদেও নারীশক্তি। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। ইংরেজবাজার থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের লিপিকা বর্মন ঘোষ হলেন এবারের জেলা পরিষদের নতুন মহিলা সভাধিপতি। তিনি গত পাঁচ বছর ধরে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সহকারী সভাধিপতি পদে নির্বাচিত হলেন এটিএম রফিকুল হোসেন। তিনি ছিলেন মালদহ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি। তিনি এবারেও চাঁচল থেকে নির্বাচিত হন। প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মালদহ জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-আল হিলালেই সই করলেন নেইমার

জেলা পরিষদের ৪৩টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৩৪ আসন। পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৪টি আসন। এবার মালদহ জেলা পরিষদের সভাধিপতি আসনটি ছিল তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত। এদিন তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ প্রথম সারির নেতারা দলের জয়ী সদস্যদের সঙ্গে করে জেলা পরিষদে পৌঁছন। সভাধিপতি নির্বাচনের জন্য দলের মধ্যেই হুইপ জারি করা হয়। জেলা পরিষদের সভাকক্ষে সভাধিপতি ও সহকারী সভাধিপতি গঠন প্রক্রিয়া শুরু হয়। ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয় সভাধিপতি ও সহকারী সভাধিপতি।

আরও পড়ুন-জলপ্রপাতের ডাক

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জামিল ফতেমা জেবা সহ প্রমূখ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাধিপতি পদে লিপিকা বর্মনের নাম প্রস্তাব করা হয়। সভাধিপতি পদে ভোটাভুটিতে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন তৃণমূলের লিপিকা বর্মন। সহ- সভাধিপতি পদে তৃণমূলের পক্ষে এটিএম রফিকুল হোসেন এবং কংগ্রেসের পক্ষে মামনি মণ্ডলের নাম প্রস্তাব করা হয়।

Latest article