এবার থেকে সব বিএড উত্তীর্ণরাই প্রাথমিকের টেটে বসতে পারবেন,জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এবার সব বি এড উত্তীর্ণরাই পরীক্ষায় বসতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Must read

এবার সব বি এড উত্তীর্ণরাই পরীক্ষায় বসতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। ৫০ শতাংশ নম্বর থাকলে, তবেই বিএড উত্তীর্ণরা টেট দিতে পারবেন, এমন নিয়ম ছিল আগে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি নির্দেশ দেন, নম্বরে বাধা নেই। বিএড উত্তীর্ণ হলেই টেট পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুন-ধর্মগুরুর ৮ হাজার ৬৫৮ বছরের জেল!

কেন বিএড পাশ করলে প্রাথমিকের নিয়োগে সুযোগ দেওয়া হবে? এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন প্রার্থীরা। এর আগে রাজস্থান হাই কোর্ট (Rajasthan High Court) অন্য একটি মামলায় বিএড উত্তীর্ণদের প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্টেও (Supreme Court) একটি মামলা চলছে। এবার তিনজন চাকরিপ্রার্থীর করা মামলার প্রেক্ষিতে বিচারপতি পর্ষদকে বলেন, পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেোয়া হোক।

আরও পড়ুন-জিএসটি কাউন্সিলের বৈঠকের আবেদন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রের

এর আগে পর্ষদের তালিকায় নাম নিয়ে প্রশ্ন ওঠে। কারণ টেট প্রার্থীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষের মতো নাম ছিল। এই নিয়ে শোরগোল পড়ে যায়। এদিন পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানান, ইতিমধ্যেই তাদের তরফ থেকে ‘বিতর্কিত নামধারী’ সব প্রার্থীদের ফোন নম্বর-সহ সব তথ্য প্রকাশ করা হয়েছে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পর্ষদ ও এসএসসি এখন ভাল কাজ করছে।

Latest article