গত বছর টুইটারের মালিকানা নেন ইলন মাস্ক (Elon Musk) । তারপরেই তিনি জানিয়েছিলেন, এবার থেকে টুইটারে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য় মাসিক একটি ফি বা চার্জ দিতে হবে। যদি কেউ সেই সাবস্ক্রিপশন ফি (Subscription Fee) না দেন, তবে তার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্লু টিক তুলে নেওয়া হবে।
আরও পড়ুন-দিল্লির সাকেত কোর্ট চত্বরে সাক্ষীর ওপর গুলি
বৃহস্পতিবার থেকে টুইটার সেই প্রক্রিয়াই শুরু করল। মাইক্রো ব্লগিং সংস্থার তরফে ভেরিফায়েড সমস্ত অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল ব্লু টিক। এই ঘটনার শিকার বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে। মাইক্রো ব্লগিং সাইট ব্য়বহারের জন্য় আলাদা আলাদা চার্জ দিতে হবে। ওয়েবের মাধ্যমে যারা টুইটার ব্যবহার করেন, তাদের মাসিক ৮ ডলার দিতে হবে ব্লু টিকের জন্য। মোবাইলে টুইটার ব্যবহার করতে হলে মাসিক ১১ ডলার ফি দিতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ভার্সনে টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় মাসিক প্রায় সাড়ে ৯০০ টাকা লাগবে।
আরও পড়ুন-আজ ৯ জেলায় বৃষ্টি, গরম কমবে?
টুইটারের এই নতুন নিয়ম এর বলি হয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট,শাহরুখ খান, উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, বিরাট কোহলি, রোহিত শর্মার প্রমুখ।