কোভিড বিধি মেনে আজ খুলছে স্কুল

Must read

প্রতিবেদন : দীর্ঘ গরমের ছুটির পর সোমবার থেকে খুলছে (Reopen Schools) রাজ্যের সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল। কোভিড আবারও বাড়ছে রাজ্যে। তাই স্কুলে করোনা বিধি মানার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। যুদ্ধকালীন তৎপরতায় স্কুল ভবন স্যানিটাইজ করা হয়েছে। পড়ুয়া এবং শিক্ষকদের মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, করোনা বিধি পালনের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হোস্টেল খোলা হবে কি না তার সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। নিয়ম মেনে স্কুলে (Reopen Schools) ক্লাস হচ্ছে কি না তা দেখার জন্য প্রত্যেক জেলার একজন অতিরিক্ত জেলাশাসককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করেছে নবান্ন। ইতিমধ্যে জেলায় জেলায় এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আপাতত পুরোদমেই স্কুল চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। করোনা বৃদ্ধির বিষয় নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বর্ষার সময় ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বাড়বে। কাজেই স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে বলা হয়েছে। স্কুল এবং স্কুল চত্বরের কোথাও যাতে জমা জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটিতে যাতে শ্যাওলা না জমে থাকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। মিড ডে মিল নিয়ে অনেক বেশি সচেতন থাকতে বলা হয়েছে এই সময়ে। রান্নার জায়গা, বাসনপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। ওপরের গাইডলাইনগুলি ছাড়াও পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সুরক্ষার দিকে খেয়াল রেখে নিয়মবিধি চালু করতে হবে স্কুলগুলিকে।

 আরও পড়ুন: আদি কামাখ্যাধামে অম্বুবাচী মেলায় আসেন বিদেশিরাও

Latest article