ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। বাদ যাননি ক্রীড়াবিদরাও। বিরাট কোহলি থেকে নীরজ চোপড়া— প্রত্যেকেই এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লন্ডনে রয়েছেন বিরাট। তিনি ট্যুইট করেন, ‘‘ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে আমি স্তম্ভিত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। আহদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’ অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ এই মুহূর্তে বিদেশে ট্রেনিং নিতে ব্যস্ত। তিনি ট্যুইট করেছেন, ‘‘সকালে ঘুম থেকে উঠেই এই মর্মান্তিক খবর পেলাম। ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করছি। ওম শান্তি।’’
আরও পড়ুন- বাংলার অ্যাম্বুল্যান্সে হাসপাতালে জখমরা
অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা ট্যুইট করেন, ‘‘ওড়িশার বিধ্বংসী ট্রেন দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এবং তাঁদের প্রিয়জনদের পাশে আছি। আমাদের সবার সমবেত প্রার্থনা রইল ওঁদের জন্য।’’ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ লিখেছেন, ‘‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ-সহ আরও অনেক ক্রীড়াবিদও।