বাংলার অ্যাম্বুল্যান্সে হাসপাতালে জখমরা

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিবের নির্দেশে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য পৌঁছে গেল রাজ্যের অ্যাম্বুল্যান্স। গ্রিন হেলথ সার্ভিসেসের ৮০টি অ্যাডভান্স লাইভ সেভিং ১০২ অ্যাম্বুল্যান্স বালেশ্বরে পৌঁছে গিয়েছে। সংস্থার চিফ অপারেটিং অফিসার বিকাশ দাস জানান, দুর্ঘটনার পরমুহূর্তেই নির্দেশমতো ৩০টি অ্যাম্বুল্যান্স সঙ্গে সঙ্গে বালেশ্বর পৌঁছে যায়। শনিবার সকালে আরও ৫০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের নির্দেশমতো। এই পরিস্থিতিতে প্রতিটি অ্যাম্বুল্যান্সেই বিশেষভাবে প্রশিক্ষিত ও দক্ষতাসম্পন্ন স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে। এদিন দুপুর পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি গুরুতর আহতদের এই অ্যাডভান্স অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও বালেশ্বর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় ও ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস অর্থাৎ ১০২ অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষ সবরকম আধুনিক পরিষেবা নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত আছে যাতে করে প্রত্যেক গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা দিতে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিহতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন- তাপপ্রবাহ কমবে না

Latest article