জ্বালানি আগুন, লোকসভায় সোচ্চার সৌগত, প্রতিবাদে ওয়াকআউট তৃণমূলের

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : তেলের দাম বৃদ্ধি নিয়ে বুধবার ফের সংসদে সরব হন বিরোধীরা। পেট্রোল, ডিজেল, সিএনজি, রান্নার গ্যাস, ভোজ্যতেলের রকেট গতিতে দাম বৃদ্ধি নিয়ে লোকসভায় সরব হন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সৌগত রায়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর থেকে যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সংসদে জানান সৌগত রায়। প্রসঙ্গত, বুধবার কলকাতায় লিটারে ৮১ পয়সা বেড়ে ডিজেল বিক্রি হচ্ছে ৯৯.৮৩ টাকায়। ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১৫.১২ টাকা।

আরও পড়ুন – বাংলা ছবি দেখানোর হিসাব চাইল সরকার

লোকসভায় দাঁড়িয়ে সৌগত রায় বলেন, এই দাম বৃদ্ধির গতিও কার্যত নজিরবিহীন, তাই কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের স্বার্থে অতি শীঘ্র এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাত্র দুই সপ্তাহের মধ্যে কলকাতায় পেট্রোল বেড়েছে মোট ১০.৪৫ টাকা, ডিজেল ১০.০৪ টাকা। লাগাতার বাড়তে থাকা জ্বালানির জেরে আগুন খাদ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার যখন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, তখন সরকার দেখাচ্ছে ভারতে কত ‘কম’ বেড়েছে দাম, কটাক্ষের সুরে বলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায়। উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় বিরোধীদের ক্ষোভের মুখে কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর দাবি, আমরাই একমাত্র দেশ নই যাদের উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, শ্রীলঙ্কার মতো দেশে পেট্রোলের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। ভারতে তো বেড়েছে মাত্র ৫ শতাংশ। মন্ত্রীর এই মন্তব্যকে উল্লেখ করে তৃণমূল সাংসদ সৌগত রায় কটাক্ষ করে বলেন, একটা সরকার যারা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ তাদের জন্য এটা খুব বাজে একটা অজুহাত। আমি কেন্দ্রকে বলছি সাধারণ মানুষের স্বার্থে, এই মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে তারা যেন কাজের কাজ করে। মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিন ওয়াকআউটও করে তৃণমূল৷

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

6 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

42 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

50 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago