বাংলা ছবি দেখানোর হিসাব চাইল সরকার

Must read

প্রতিবেদন : আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমা দেখানো হচ্ছে কিনা রাজ্য সরকার (West Bengal Government) তা জানতে চাইল। গত তিন বছরে ওই সব সিনেমা হলে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর (West Bengal Government) সব সিঙ্গল স্ক্রিন হলের মালিক ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে,১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সিনেমাহলে বাংলা সিনেমার প্রদর্শন বাধ্যতামূলক। বিগত তিনটি আর্থিক বছরে অর্থাৎ ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন সিনেমা হলে নিয়ম মেনে ক’টি বাংলা সিনেমা দেখানো হয়েছে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অনেকদিন ধরেই সিনেমা হলে বাংলা ছবির জায়গা না পাওয়া নিয়ে সরব হয়েছে বাংলা ছবির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতারা। কোনও কোনও হলে বাংলা ছবি জায়গা পেলেও তা দ্বিতীয় সপ্তাহের পর দেখানো হয় না। পরিবর্তে হিন্দি ছবিকে জায়গা দেওয়ার অভিযোগও বিস্তর। হলমালিকরাও অবশ্য এর পক্ষে লাভের অঙ্ক দেখান। ইতিমধ্যে বন্ধও হয়ে গিয়েছে প্রচুর সিঙ্গল স্ক্রিন। হিন্দি, ইংরেজি এবং দক্ষিণী ছবির চাপে মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গল স্ক্রিনে জায়গা পাচ্ছে না বাংলা ছবি। এই অভিযোগ প্রায়ই শোনা যায় প্রযোজক পরিচালকদের মুখে। এর সত্যতা উদ্ঘাটন করতেই এই পরিসংখ্যান তলব বলে প্রশাসনিক সূত্রের খবর।

Latest article