প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh) স্থলবন্দর ও সড়ক ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণ শুরু হয়েছে। ভারতের অসম থেকে সিলেট ও মৌলবিবাজারের সড়ক দিয়ে মেঘালয় হয়ে ত্রিপুরায় জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহণ শুরু করেছে ভারত।
আরও পড়ুন: যোগীরাজ্যে শ্লীলতাহানির শিকার ফের দলিত তরুণী
তামাবিল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে ১০টি পেট্রোলিয়ামবাহী যান ত্রিপুরার পথে রওনা হয়ে ওই রাজ্যে পৌঁছেছে। সিলেটে ভারতের উপ-হাইকমিশনের অফিস সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে ভারী বর্ষণে উত্তর-পূর্ব ভারতের সড়কগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে অসমের মধ্য দিয়ে পেট্রোলিয়াম সরবরাহে ব্যাঘাত ঘটছে। বিকল্প পথে উত্তর-পূর্বের ত্রিপুরা, দক্ষিণ অসম ও মিজোরামে পেট্রোলিয়াম সরবরাহ অব্যাহত রাখার জন্য জরুরি বিকল্প পথ খুঁজছিল ভারত সরকার। ৩ অগাস্ট বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) একটি চুক্তি স্বাক্ষর করা হয়। সেই চুক্তি মেনেই বৃহস্পতিবার ১০টি পেট্রোলিয়ামবাহী ট্রাকের কনভয় বাংলাদেশের সিলেটের তামাবিল-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলবিবাজার-সামশেরনগর-চাতলাপুর সড়ক দিয়ে ত্রিপুরার কৈলাসহরের উদ্দেশে রওনা দেয়। তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কারগুলির বাংলাদেশে (Bangladesh) ভূখণ্ড ব্যবহারের জন্য আইওসিএল প্রশাসনিক মাশুল, স্থানীয় টোল, স্থানীয় ভূখণ্ড ও সড়ক ব্যবহারের ফি-সহ অন্যান্য খরচ বহন করেছে। পরীক্ষামূলক ট্রানজিট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় বন্ধুপ্রতিম উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। পাশাপাশি বাংলাদেশের রাজস্ব খাত সমৃদ্ধ হবে।