সংবাদদাতা, হলদিয়া : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন— শিল্পাঞ্চলের কর্মকাণ্ড বৃদ্ধি ও শ্রমিকদের স্বার্থসুরক্ষায় জোর দেওয়া হবে। মালিক ও শ্রমিকপক্ষের মাঝে কোনও ঠিকাদারিরাজ চলবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী হলদিয়ার ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসের দু বছর আটকে থাকা বেতনচুক্তি হল শুক্রবার। প্রশাসনের উপস্থিতিতে নবান্নের বিশেষ উদ্যোগে লেবার কমিশনের ১২ সদস্যের দল, জেলাশাসককে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের জন্য হলদিয়া আসে।
আরও পড়ুন-আবগারি-পুলিশের যৌথ চোলাই-বিরোধী অভিযান
প্রায় ঘণ্টাচারেক আলোচনার ভিত্তিতে ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসে শ্রমিকদের বেতনচুক্তিতে সই হয়। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অ্যাডিশনাল লেবার কমিশনার, জেলার ডেপুটি লেবার কমিশনার, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, মহকুমাশাসক, বিভিন্ন কারখানার আধিকারিক ও তমলুক সাংগঠনিক কমিটির আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার। জেলাশাসক জানান, ‘খুব শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে চুক্তি হয়েছে। আরও যে দশটি কোম্পানি রয়েছে, তাদের দু-তিনদিনের মধ্যেই সিওডি নেওয়া হবে। ১৫ অগাস্টের মধ্যে সব কোম্পানির সিওডি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এভাবেই শিল্পের প্রসারণ, উৎপাদন এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা হবে।’ চুক্তির ফলে খুশি শ্রমিক মহল। শ্রমিক অসীমকুমার মান্না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…