বন্দে ভারতের খাবারে ছত্রাক, ক্ষোভ যাত্রীদের

ছত্রাকে ভরা পচা খাবার পরিবেশন করা হল যাত্রীদের। গতি, স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্নতার আশাতেই বন্দে ভারত এক্সপ্রেসের সওয়ার হন মানুষ।

Must read

প্রতিবেদন : এই হল মোদির সাধের বন্দে ভারত। ছত্রাকে ভরা পচা খাবার পরিবেশন করা হল যাত্রীদের। গতি, স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্নতার আশাতেই বন্দে ভারত এক্সপ্রেসের সওয়ার হন মানুষ। রীতিমতো মোটা অঙ্ক খরচ করে টিকিট কাটেন তাঁরা। কিন্তু সেখানেই ছাতাধরা পচা খাবার! প্রশ্ন উঠেছে রেলের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে৷ দেরাদুন থেকে দিল্লির আনন্দবিহারের যাত্রাপথে এমনই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে এক যাত্রীর।

আরও পড়ুন-তল্লাশির নামে আটকে রাখতে পারবে না ইডি, পাঞ্জাব–হরিয়ানা হাইকোর্টের নির্দেশ

হর্ষদ টপকার নামে ওই যাত্রী এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন সেই অভিজ্ঞতার কথা। দিয়েছেন সবুজ ছত্রাকের স্তরে ঢাকা খাবারের ছবিও। জানিয়েছেন, এক্সিকিউটিভ ক্লাসে মিলের সঙ্গে যে ইয়োগহার্ট পরিবেশন করা হয়েছিল ট্রেনে তা পুরোপুরি ছত্রাকে ভরা। সোজা কথায় যাকে বলে ছাতাধরা খাবার পরিবেশন করা হয়েছিল ট্রেনে। যে কোনও শারীরিক বিপর্যয় ডেকে আনতে পারত এই পচা খাবার। সমাজমাধ্যমে মঙ্গলবার এ ব্যাপারে রেলমন্ত্রী এবং নর্দার্ন রেল কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করেছেন ওই যাত্রী। অভিযোগের প্রাপ্তিস্বীকার করেছে রেল। কিন্তু এমন গুরুতর ঘটনার প্রেক্ষিতে কোনও তদন্ত হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

Latest article