মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে ৫জি মোবাইল পরিষেবা(5G network service) নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ জানান এই অর্থবর্ষে দেশে বেসরকারি উদ্যোগে চালু হবে ৫জি পরিষেবা চালু হবে। এই বছরেই স্পেকট্রাম বিলির কাজও শেষ হয়ে যাবে।
আরও পড়ুন-Budget 2022: কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত হতাশাগ্রস্ত, প্রত্যাশিত আয়কর ছাড়ও পাওয়া গেল না
এদিন বাজেট ঘোষণা 5G ইন্টারনেট পরিষেবা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ এর মধ্যে বেসরকারি উদ্যোগে 5G মোবাইল পরিষেবা চালু হবে দেশে। চলতি বছরেই স্পেকট্রাম বিলির কাজও শেষ হয়ে যাবে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে। বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করা হবে।
আরও পড়ুন-চালু হতে চলেছে ইলেকট্রনিক চিপ ই-পাসপোর্ট
উল্লেখ্য, এবারের বাজেটে ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন ডিজিটাল মুদ্রার কথা বলেছেন, অন্যদিকে গ্রাম বাংলায় আরও উন্নত ব্রডব্যান্ড পরিষেবার কথাও বলেছেন।