চালু হতে চলেছে ইলেকট্রনিক চিপ ই-পাসপোর্ট

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট (E-passport)। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করে এই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

Must read

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট (E-passport)। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করে এই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitaraman)। ই-পাসপোর্টে চিপ থাকবে। বিদেশে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে । এতে জালিয়াতি কিছুটা হলেও কমানো যাবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

আরও পড়ুন-Union Budget 2022: এই বাজেটে সাধারণের জন্য একপ্রকার কিছুই নেই, কেন্দ্রকে নিশানা কংগ্রেস ও সিপিএমের

পাসপোর্টগুলি আন্তর্জাতিক নিয়ম মেনে ইস্যু করা হবে বলে মত। এতে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্সের সুবিধা থাকবে। নিয়মিত পাসপোর্টের একটি ডিজিটাল সংস্করণ হবে। এতে থাকা ইলেকট্রনিক চিপ ডেটা নিরাপত্তায় সাহায্য করবে।

আরও পড়ুন-‘খেলা হবে’ থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’, কী নেই ! ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব ছেলের বাড়ির

ই-পাসপোর্টের ফলে অভিবাসনের দীর্ঘ লাইন থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ, এতে থাকা চিপের সাহায্যে ইমিগ্রেশন কাউন্টারে সহজেই পাসপোর্ট স্ক্যান করা যাবে। ইতিমধ্যে ব্রিটেন, জার্মানি, আমেরিকায় ই-পাসপোর্ট চালু আছে। এবার ভারত ই পাসপোর্ট চালু করে নাগরিকদের কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার।

Latest article