‘খেলা হবে’ থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’, কী নেই ! ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব ছেলের বাড়ির

Must read

ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব সাজালেন মা। বিয়ের তত্ত্ব ডালা সেজে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Trinamool Congress) এক-একটি প্রকল্পের নামে। কোনওটির নাম ‘খেলা হবে’ তো আবার কোনওটির ‘স্বাস্থ্যসাথী’। এছাড়াও ‘সবুজসাথী’, ‘রূপশ্রী’, ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘শিশুসাথী’ প্রায় সব প্রকল্পই স্থান পেয়েছে তত্ত্ব ডালায়। ছোট ছেলে প্রবীর চক্রবর্তীর বিয়েতে এমনই অভিনব সুসজ্জিত তত্ত্ব ডালা ছেলের শ্বশুরবাড়িতে পাঠাতে উদ্যোগ নিয়েছেন নবদ্বীপ বড়ালঘাটের পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা মণিকা চক্রবর্তী। নদিয়ার নবদ্বীপের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সমর্থক মণিকা চক্রবর্তী। ছেলে প্রবীরও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ২ ফেব্রুয়ারি চারহাত এক হবে প্রবীর ও কৃষ্ণনগরের ইশিতার।

সেজে উঠেছে তত্ত্ব ডালা। শেষ মুহূর্তের রূপটানের কাজ চলছে জোরকদমে। ২ তারিখ হবু বৌমার বাড়ি পৌঁছে যাবে এই তত্ত্ব। সরকারি ২৫টি প্রকল্পের নামে তত্ত্ব ডালা সাজিয়েছেন মা মণিকা দেবী। ফুলসজ্জার বিছানায় ‘খেলা হবে’ এর পরে বিয়ের তত্ত্বেও লাগল রাজনীতির ছোঁয়া। ‘কন্যাশ্রী’ তত্ত্ব ডালায় যেমন রয়েছে কনের প্রসাধনী সামগ্র তেমনই ‘রূপশ্রী’তে নববধূর আলতা-সিঁদুর-টিপ। কোভিড পরিস্থিতি মাথায় রেখে ‘স্বাস্থ্যসাথী’ তে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ। ‘লক্ষ্মীর ভান্ডার’-এ যেমন রয়েছে ৫০০ টাকার নোটও।

Latest article