শান্তনু বেরা, কাঁথি : যুব তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার গদ্দার দিবস পরিণত হল উচ্ছ্বাস দিবসে। সেই সঙ্গে গদ্দার দিবসকে ঘিরে পদযাত্রায় জনজোয়ারে ভাসল কাঁথি শহর। শহর জুড়ে স্লোগান উঠল ‘গদ্দার হটাও, বাংলা বাঁচাও’। রাজ্যের বিরোধী দলনেতার তৃণমূল কংগ্রেস ছাড়ার বর্ষপূর্তি উপলক্ষে তাঁর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিকেলের বিশাল জনসভায় প্রমাণ হল কাঁথিতে অধিকারী-রাজ অস্তমিত। সোমবার বিজেপি থেকে তিনশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘কলেজ মাঠের পাশে আমরা সভা করব বলেছিলাম, অধিকারীরা বাধা দিয়েছে। ওরা মাঠ আটকেছে, কিন্তু মানুষ আটকাতে পারেনি। জনসমুদ্রের সামনে অঙ্গীকার করছি, ওরা যত মাঠ আটকাবে, আমরা ওদের তত রাজনৈতিকভাবে মাঠছাড়া করব।’’ বর্ণাঢ্য, শান্তিপূর্ণ পদযাত্রার পর মন্ত্রী অখিল গিরি বলেন, যে সবচেয়ে বেশি অশান্তি করে, তার বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। সামনেই কাঁথিতে পুরভোট। তার আগে শিশির অধিকারী দারুয়ার মাজারে বেরিয়ে পড়েছেন। এক বছর আগে তিনি ওই মাজারে যাননি কেন? আসলে এই ভেকধারী ভণ্ড অধিকারীরা ভোটের আগে নানা প্রলোভন ও টাকা ছড়ানোর চেষ্টা করবে। আপনারা সচেতন থাকবেন। উচ্ছ্বাস দিবসে অন্যতম প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুরু থেকেই তিনি ছিলেন অধিকারী পরিবারের প্রতি তীব্র আক্রমণাত্মক। কুণাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নিজেদের হোম ওয়ার্ড থেকেই জিততে পারবেন না শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবার। নিজেদের বুথেই দলকে জেতাতে পারেননি তাঁরা।
আরও পড়ুন : পারদ ১১-র নিচে শীতের কামড় আরও বাড়বে
সামনের পুর নির্বাচনে অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দেন তিনি। ২১টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান কুণাল। আর এক বক্তা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘সভায় আসার পথে দেখলাম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার কনভয় চলে যাচ্ছে। আসলে এদিনের সুবিশাল বর্ণময় উচ্ছ্বাস মিছিল দেখে ভয় পেয়ে জননেতা থেকে উনি পলাতক নেতা হয়েছেন। এ ক্ষেত্রে আপনাদের বলা ‘গদ্দার’ শব্দটা খুব ভদ্র হয়ে যাচ্ছে। বিধায়ক উত্তম বারিক বলেন, মিরজাফর বেঁচে থাকলে রাজ্যের বিরোধী দলনেতার গদ্দারি দেখলে লজ্জা পেতেন। কাঁথি-মেচেদা বাইপাস মোড় থেকে কলেজ মাঠ পর্যন্ত সোমবারের সংহতি পদযাত্রার অন্যতম আহ্বায়ক পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আনোয়ারউদ্দিন বলেন, মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের ভোটের ফল বের হবে। সেই ফল-সহ আসন্ন কাঁথির পুরভোটেও বিজেপির পাশাপাশি অধিকারীরা ধরাশায়ী হবে। সোমবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথির পুর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি চেয়ারম্যান বিকাশ বেজ, প্রাক্তন জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ। বস্তুত কাঁথি শহরে গদ্দার বিরোধী দিবসে তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়াও মহামিছিলে পা মেলান স্থানীয় মানুষজনও।