প্রতিবেদন : ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান (Galwan) উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ছিল লাল ফৌজ। দু’বছর আগের সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। অন্যদিকে বেশকিছু চিনা সেনারও মৃত্যু হয়েছিল। প্রথমে স্বীকার না করলেও প্রায় এক বছর পর বেজিং জানায়, তাদের চার সেনার মৃত্যু হয়েছে। যদিও শুরু থেকেই ভারত সেই তথ্য উড়িয়ে জানায়, মুখ বাঁচাতে মৃত্যুসংখ্যা নিয়ে কারচুপি করছে শি জিনপিং সরকার। এবার একইভাবে চিনের দাবি উড়িয়ে দিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পেশ করল অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ক্ল্যাক্সন’। সেখানে স্পষ্টতই বলা হয়েছে, মৃতের সংখ্যা ও প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে বিশ্বকে বোকা বানাতে চাইছে চিন। প্রকৃতপক্ষে গালওয়ান সংঘর্ষে তাদের ক্ষতি ভারতের চেয়ে অনেক বেশি।
অস্ট্রেলীয় সংবাদপত্রের দাবি, ২০২০-র ১৫ জুন গভীর রাতের ওই সংঘর্ষে লাল ফৌজের ৪২ জন সদস্যের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ভারতীয় জওয়ানদের তাড়া খেয়ে পালাতে গিয়ে গালওয়ান (Galwan) নদীর বরফঠান্ডা জলে ডুবে ৩৮ জন সেনার প্রাণ গিয়েছিল। চিন অবশ্য স্বভাবসিদ্ধ কায়দায় প্রথমে গালওয়ানে তাদের কোনও সেনার মৃত্যুর কথাই স্বীকার করেনি। তবে পরবর্তীকালে নানা প্রমাণ সামনে আসার পর চাপের মুখে ২০২১ সালে তারা স্বীকার করে, গালওয়ানের সংঘর্ষে তাদের ৪ জন সেনার মৃত্যু হয়েছে। ওই চারজনকে মরণোত্তর সামরিক সম্মানও দিয়েছিল জিনপিং সরকার। তবে চিনের ওই দাবি নিয়েও প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। ভারতও চিনের ভাষ্য মানেনি। অনেকেই প্রকাশ্যে বলেছিলেন, ১৫ জুনের সংঘর্ষে অনেক বেশি সংখ্যক চিনা সেনার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মারণব্যাধি ক্যান্সার, আজও অভিশাপ ওয়ার্ল্ড ক্যান্সার ডে
এবার অস্ট্রেলীয় সংবাদপত্রের অন্তর্তদন্তমূলক রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৫ জুন রাতে ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাতে গিয়ে গালওয়ান নদীতে ডুবে মৃত্যু হয়েছিল ৪২ জন লাল ফৌজ সদস্যের। গালওয়ান উপত্যকায় একটি অস্থায়ী সেতু নির্মাণকে কেন্দ্র করে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সেদিন সংঘর্ষ হয়। লাল ফৌজের প্রায় ৮০ জন সদস্য ভারতীয় সেনার তৈরি ওই অস্থায়ী সেতুটি ভেঙে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে এগিয়ে আসে। সেসময় আচমকাই চিনের সেনাকর্তা কর্নেল কি ফ্যাবুও ভারতীয় সেনাদের উপর আক্রমণ চালানোর নির্দেশ দেন। এরপর ওই চিনা কর্নেলকে আটক করে ভারতীয় সেনা। এরপরই ভারতীয় বাহিনীর ওপর আক্রমণ চালায় চিনের সেনা। সে সময়ে ভারতীয় সেনা পাল্টা আঘাত করলে লাল ফৌজ পিছু হটতে বাধ্য হয়। পালানোর সময় তারা গালওয়ান নদীর বরফ শীতল জলে পড়ে যায়। অনেকেই ভারতীয় সেনার তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে। প্রবল ঠান্ডার কারণেই গালওয়ান নদীর জলে ডুবে ওই চিনা সেনাদের মৃত্যু হয়। অস্ট্রেলীয় সংবাদপত্রে বলা হয়েছে, শুধু হতাহতের সংখ্যা নয়, ঘটনার ভাষ্যেও বহু অসত্য তথ্য পরিবেশন করেছে চিন। আর এই প্রতিবেদনের সূত্রে ফের সামনে এল চিনের চিরকালীন মিথ্যাচারের পরম্পরা।