শীতকালীন অলিম্পিকে চিনের রাজনীতি!

গালওয়ান হামলার চক্রীর হাতে মশাল দিচ্ছে বেজিং প্রতিবাদে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট ভারতের

Must read

প্রতিবেদন : বেজিংয়ে (Beijing 2022 Winter Olympics) শুরু হতে চলা শীতকালীন অলিম্পিক নিয়ে কুৎসিত রাজনীতি শুরু করল চিন। শি জিনপিং সরকারের প্ররোচনামূলক আচরণের বিরোধিতায় আমেরিকার পর এবার ভারতও জানিয়ে দিল চিনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করা হবে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

তবে প্রত্যাশিতভাবেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছে পাকিস্তান ও রাশিয়া। একদিকে ভারত, আমেরিকার বয়কট এবং অন্যদিকে পাকিস্তান ও চিনের অংশগ্রহণ, সব মিলিয়ে শুক্রবার থেকে শুরু হতে চলা অলিম্পিকের ক্রীড়াঙ্গন হয়ে উঠতে চলেছে বিশ্ব কূটনীতির দ্বন্দ্বের নাট্যমঞ্চ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের তদন্তমূলক প্রতিবেদনে জানানো হয়েছে, বেজিংয়ে শীতকালীন অলিম্পিকে (Beijing 2022 Winter Olympics)  মশাল বহন করবেন কি ফ্যাবু নামে এক চিনা কর্নেল। ঘটনা হল, ২০২০ সালের ১৫ জুন এই ফ্যাবুর নেতৃত্বেই সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল লাল ফৌজ। প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করায় ভারতীয় সেনা তাঁকে গ্রেফতার করেছিল। গালওয়ানে সেদিন যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন এই ফ্যাবু। সেদিনের সেই সংঘর্ষের মূল চক্রী ফ্যাবুকেই শীতকালীন অলিম্পিকের মশাল বহনের গুরুদায়িত্ব দিয়েছে চিনের সরকার। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বেজিংয়ে শুরু হতে চলা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করছে ভারত।

আরও পড়ুন: গালওয়ানের গোপন তথ্য ফাঁস

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, চিন অলিম্পিক গেমস নিয়েও জঘন্য রাজনীতি করছে। এটা অত্যন্ত দুঃখজনক। চিনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ভারত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। ভারতের এই প্রতিবাদ নিশ্চিতভাবেই গোটা দুনিয়ার কাছে চিনকে অস্বস্তিতে ফেলবে। আমেরিকাও চিনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। আমেরিকার বিদেশ দফতরের সিনেট সদস্য জিম রিচ বলেছেন, চিনের এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। যার নেতৃত্বে চিন সীমান্ত পেরিয়ে একটি স্বাধীন, সার্বভৌম দেশের ভূখণ্ডে ঢুকে জোর করে জমি দখলের চেষ্টা করেছিল তার হাতে তুলে দেওয়া হচ্ছে অলিম্পিকের মশাল! এটা ধিক্কারযোগ্য, কখনওই মেনে নেওয়া যায় না। একইসঙ্গে জিম বলেন, আগামী দিনে চিন যদি তাদের এই ধরনের আগ্রাসী মনোভাব বজায় রাখে এবং ভারত বা অন্য কোনও দেশের জমি দখলের চেষ্টা করে তবে আমেরিকা অবশ্যই ভারতের পাশে থাকবে। একই সঙ্গে উইঘুর গণহত্যারও নিন্দা করেন জিম। উল্লেখ্য, এবারের শীতকালীন অলিম্পিক ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে আমেরিকা ও ভারত বয়কট করলেও শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছে ইংল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়াও। তাই এইসব দেশের রাষ্ট্রনায়করা শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে বেজিংয়ে থাকছেন না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ এর ডিসেম্বরেই স্পষ্ট জানিয়েছিলেন, তাঁরা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। তবে তাঁদের খেলোয়াড়রা খেলায় অংশ নেবেন। বাইডেনের ওই ঘোষণার পর চিনও পাল্টা হুমকি দিয়েছে, অলিম্পিকে যে কোনও ধরনের কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে তারা পাল্টা ব্যবস্থা নেবে। যদিও নিজেরাই প্ররোচনার পথে হেঁটে ক্রীড়াক্ষেত্রে রাজনীতির পথ দেখিয়েছে বেজিংই।

Latest article