ধর্মীয় বিভাজন কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ

ধর্মকে টেনে এই ধরনের প্রচার দেশের সম্প্রতি এবং ঐক্যের পরিবেশকে নষ্ট করবে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ।

Must read

প্রতিবেদন : নির্বাচনে প্রচারের নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি। নির্বাচনী প্রচারে খোলাখুলি ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে টেনে এই ধরনের প্রচার দেশের সম্প্রতি এবং ঐক্যের পরিবেশকে নষ্ট করবে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ।

আরও পড়ুন-২ লক্ষেরও বেশি ভোটে জিতব, কর্মিসভায় কাকলি

বাংলার প্রায় প্রথম সারির সমস্ত দৈনিকেই শনিবার একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞাপনে স্পষ্টত ধর্মীয় বিভাজন ছড়ানো হয়েছে। তাতে দাবি করা হয়েছে, “সনাতন বিরোধী তৃণমূল।” এর প্রতিবাদ জানিয়ে গণমঞ্চের প্রতিনিধিরা শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা কমিশনের কাছে দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, রন্তিদেব সেনগুপ্ত, অধ্যাপক দীপঙ্কর দে, প্রদীপ্ত গুহ ঠাকুরতা, অরূপ শঙ্কর মৈত্র, প্রসূন ভৌমিক, সিদ্ধব্রত দাস।

Latest article