সংবাদদাতা, ডায়মন্ড হারবার : গত বছর গঙ্গাসাগর মেলার ঠিক আগেই কলকাতার আউটরাম ঘাট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, গঙ্গাসাগরে বারাণসীর আদলে শুরু হবে গঙ্গা-আরতি।
আরও পড়ুন-‘বিজেপি জেতেনি, কংগ্রেস হেরেছে’
গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের পবিত্র স্নানঘাটে সেইমতো গতবছরই শুরু হয়েছিল গঙ্গা-আরতি। সেই ধারা অব্যাহত। এবারেও মেলার আগে একই আয়োজন। বুধবার সন্ধ্যায় গঙ্গাসাগরে গঙ্গায় গঙ্গা-আরতির সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। কুম্ভমেলার পর সবথেকে বড় মেলা এই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ও পবিত্র স্নানঘাটের আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে তুলেছে এই আরতি। অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে এদিন হাজার হাজার তীর্থযাত্রী ও স্থানীয় মানুষ ভিড় জমান পবিত্র ঘাটে। উপস্থিত ছিলেন, গঙ্গাসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রয়, সাগর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজেন্দ্র সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন প্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল।