কথা রাখলেন অভিষেক, চালু সাংসদ সহায়তা কেন্দ্র

সাংসদ সহায়তা কেন্দ্র খোলা থাকবে প্রথম দফায় ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার: কথা দিলে সেই কথা কীভাবে রাখতে হয় তা শিখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কিছুদিন আগেই ১০০ দিনের বঞ্চিত কর্মীদের পাওনা টাকা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার ফের একবার বার্ধক্য ভাতার আটকে থাকা টাকা দিতে উদ্যোগী হলেন তিনি। বুধবার থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার প্রতিটা ওয়ার্ডে খোলা হয়েছে ‘সাংসদ সহায়তা কেন্দ্র’।

আরও পড়ুন-মেলার আগে গঙ্গাসাগরে গঙ্গা-আরতি

এই সহায়তা কেন্দ্র থেকেই যাঁরা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তাঁদের আবার আবেদন পত্র পূরণ করে দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে ৭০ হাজার মানুষকে এই পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী ১৬টি ওয়ার্ডে বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিলাপের কাজ চলছে। পাশাপাশি ডায়মন্ড হারবার ফলতা, মহেশতলা, বজবজ-সহ সাতটি বিধানসভার পঞ্চায়েতের পৌরসভায় এই ফর্ম-ফিলাপের কাজ শুরু হয় আজ থেকে। সাংসদ সহায়তা কেন্দ্র খোলা থাকবে প্রথম দফায় ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Latest article