কী কারণে চাকরি বাতিল, জানতে চায় আদালত

বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ২০১৬-র এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সকলকে নোটিশ দিতে হবে

Must read

প্রতিবেদন : কী কারণে চাকরি বাতিল, জানতে চায় আদালত। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ২০১৬-র এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সকলকে নোটিশ দিতে হবে। একজন নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোডাল অফিসারকে হলফনামা দিয়ে জানাতে হবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি না। এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এ-বিষয়ে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-কথা রাখলেন অভিষেক, চালু সাংসদ সহায়তা কেন্দ্র

লক্ষণীয়, ৩ ক্যাটেগরিতে চাকরি বাতিল হয়েছে ৫০০০ জনের। সুপ্রিম কোর্ট সেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। বিষয়টির ভবিষ্যৎ বিশেষ ডিভিশন বেঞ্চের উপর ছেড়ে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের সুস্পষ্ট বক্তব্য, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার গ্রুপ-সি, গ্রুপ-ডি থেকে শুরু করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের সব শিক্ষক এবং শিক্ষাকর্মীকে নোটিশ দিয়ে সমস্ত বিষয়টা জানাতে হবে। চাইলে যে কেউ আদালতেও আসতে পারেন। এ-মাসের মধ্যেই প্রায় ২৩,৫৪৯ জনকে নোটিশ ধরাতে বলা হয়েছে। ডিসেম্বরের বেতন পাওয়ার আগেই নোটিশের প্রাপ্তিস্বীকার সংক্রান্ত স্বাক্ষর করাতে হবে প্রাপকদের দিয়ে।

Latest article