কার্ডিফ: শেষ পর্যন্ত পেশাদার ফুটবল থেকেই অবসর নিয়ে ফেললেন গ্যারেথ বেল (Gareth Bale)। বেল (Gareth Bale) বললেন,‘‘অনেক চিন্তা-ভাবনা করে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার যাত্রা শুধু জীবনকে পরিবর্তন করেনি, বরং আমার আলাদা পরিচিতি দিয়েছে।’’ মাস ছয়েক আগে আমেরিকার মেজর লিগ সকারে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা। লস অ্যাঞ্জেলসের ক্লাবে তাঁর অভিষেক ম্যাচে ভিড় হয়েছিল যথেষ্ট। পরে তিনি গোলও করেন। তার থেকেও বড় কথা হল, দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চেও এবার কাতারে দেখা গিয়েছে বেলকে। ওয়েলসের হয়ে ১১১টি ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন তিনি। তবে বেলকে সবাই মনে রাখবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবেই।
আরও পড়ুন-জিদানের অসম্মানে ফুঁসলেন এমবাপে