বাণিজ্যিক গাড়িতে এবার প্যানিক বাটন

Must read

প্রতিবেদন : কলকাতা এবার আরও নিরাপদ। বিশেষ করে মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও উদ্যোগে পরিবহণ দফতর এবং পুলিশের মাধ্যমে কলকাতা শহরে প্রত্যেকটি বাণিজ্যিক গাড়িতেই এবার ‘ট্র্যাকিং সিস্টেম’ লাগানো হবে। যার সমস্ত তথ্য থাকবে লালবাজার ও পরিবহণ দফতরে। প্রত্যেকটি গাড়িতে থাকবে ‘প্যানিক বাটন’ (Panic button)। কোনও মহিলা বা কোনও ব্যক্তি কোথাও কোনও গাড়িতে সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে সেই ‘বাটন’ টিপলে জানতে পারবে লালবাজার ও পরিবহণ দফতরের কন্ট্রোল রুম। তৎক্ষণাৎ তারা ঝাঁপিয়ে পড়বে সাহায্যে। এক বাটনেই কেল্লা ফতে। সোমবার কলকাতার আলিপুরে ‘মাল্টিলেয়ার কার পার্কিং’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৬তলা-বিশিষ্ট মাল্টিলেয়ার কার পার্কিং সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে এই অঞ্চলের যানজট অনেক কমবে। মানুষ নিশ্চিন্তে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন। রাস্তা পরিষ্কার থাকবে।

এ শহরে গাড়িতে যেতে যেতে দিন কিংবা রাত— যখনই হোক না কেন, আচমকা কোনও মহিলা যদি সমস্যায় পড়েন, ‘প্যানিক বাটন’ (Panic button) টিপলেই সেই তথ্য পৌঁছে যাবে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম ও লালবাজারে। তৎক্ষণাৎ পুলিশ ঝাঁপিয়ে পড়বে ওই ব্যক্তি বা মহিলাকে সাহায্য করতে বা উদ্ধারে। ফলে এবার থেকে আরও অনেক বেশি নিশ্চিন্তে রাত-বিরেতে নিজের গন্তব্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। কলকাতা শহর আরও নিরাপদ হচ্ছে। এই ট্র্যাকিং সিস্টেমের পোশাকি নাম ‘ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম’। যার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, মা-বোনেদের নিরাপদ রাখার জন্য পরিবহণ ও পুলিশ মিলে নতুন এই ট্র্যাকিং সিস্টেম চালু করছে। সব গাড়িতেই পুলিশ ও পরিবহণ দফতর লক্ষ্য রাখবে। কোনও গাড়িতে কোথাও কোনও ঘটনা ঘটছে কি না বা কোনও মহিলা বিপদে পড়ছেন কিনা তা জানতে পারবে। যে-কোনও গাড়িকে ট্র্যাক করতে পারবে যে-কোনও সময়— ফলে অনেক বেশি নিরাপদ হবে এ-শহর।

আরও পড়ুন-মহিলাদেরই স্বনির্ভর করে তুলেছে রাজ্য

এদিন ৬ তলা-বিশিষ্ট মাল্টিলেয়ার কার পার্কিং সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ধনধান্য স্টেডিয়াম, উত্তীর্ণ, আলিপুর মিউজিয়াম এবং আলিপুর চিড়িয়াখানা— এই জায়গাগুলি এবং এখানকার জনসমাগমকে মাথায় রেখেই এই নতুন কার পার্কিং সেন্টার গড়ে তোলা হয়েছে। বাস-গাড়ি মিলিয়ে এখানে প্রায় চারশো কার পার্কিংয়ের জায়গা থাকছে। এখন ৬ তলা হলেও কিছুদিনের মধ্যে আরও ৪ তলা করা হবে এটি। ফলে এই চত্বরে যানজট কমবে, মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন, সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ধনধান্য স্টেডিয়াম খুব শিগগিরই খুলে দেওয়া হবে। দুটি গেট তৈরি বাকি রয়েছে। সে-দুটি তৈরি করে পয়লা বৈশাখেই ধনধান্য স্টেডিয়াম খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। শঙ্খের মতো দেখতে এই স্টেডিয়ামের ডিজাইন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ-কথা তিনি নিজেই বললেন।

Latest article