প্রতিবেদন : অবশেষে ধরা পড়ল গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত ভিকি হালদার। কলকাতা পুলিশ এদিন তাকে মুম্বই থেকে গ্রেফতার করে। তার সঙ্গে শুভঙ্কর মণ্ডল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি নির্মীয়মাণ বহুতলের পার্কিং লট থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা দু’জনকে গ্রেফতার করেন। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন : উচ্ছ্বাসে বেপরোয়া ট্রেনযাত্রীরা. মাস্কবিহীন যাত্রীদের জরিমানা করল রেল পুলিশ
ক’দিন আগেই ৭৮ নম্বর কাঁকুলিয়া রোডে নিজের বাড়িতে খুন হন শিল্পকর্তা সুবীর চাকী এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডল। স্ত্রী এবং মাকে নিয়ে নিউটাউনের অভিজাত আবাসনে থাকতেন শিল্পকর্তা সুবীর চাকী। কিছুদিন ধরেই কাঁকুলিয়া রোডের বাড়িটি বিক্রি করার পরিকল্পনা করেন সুবীরবাবু। সেই অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে ক্রেতা খুঁজছিলেন তিনি। সেই বিজ্ঞাপন দেখে শিল্পকর্তার সঙ্গে যোগাযোগ করে সুবীরবাবুর বাড়ির প্রাক্তন পরিচারিকা ধৃত মিঠু হালদারের ছেলে ভিকি হালদার। পুজোর পর দ্বাদশীর দিন গাড়িচালক রবীন মণ্ডলকে সঙ্গে নিয়ে কাঁকুলিয়া রোডের বাড়িতে যান সুবীর চাকী। সেখানেই তাঁকে ও তাঁর গাড়িচালককে খুন করে ভিকি। তদন্তে নেমে পুলিশ প্রথমে ভিকির মা মিঠুকে গ্রেফতার করে।