বৃষ্টিতে বিপন্ন রসুন-পেঁয়াজচাষিরা

গতকাল সারারাত ব্যাপক বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। তাতেই সুতির সরলা বসন্তপুর লোকালপুরের প্রায় ১৫০ বিঘা পেঁয়াজ খেত এখনও জলের তলায়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : চৈত্রের অকালবর্ষণে বিঘার পর বিঘা খেত জলের তলায়, মাথায় হাত রসুন ও পেঁয়াজচাষিদের। জমি থেকে পেঁয়াজ-রসুন তোলা নিয়ে সমস্যা চলছিলই। এর মধ্যে রবিবার রাতে চৈত্রের অকালবর্ষণে জলের তলায় খেত। একেবারে হাঁটুজল। এবারও কি ক্ষতির মুখে পড়তে হবে? জমিতেই নষ্ট হবে পেঁয়াজ? দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষিদের।

আরও পড়ুন-শহরে ৫২ হাজার করদাতা বাড়ল

গতকাল সারারাত ব্যাপক বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। তাতেই সুতির সরলা বসন্তপুর লোকালপুরের প্রায় ১৫০ বিঘা পেঁয়াজ খেত এখনও জলের তলায়। জলের তলায় পেঁয়াজ-রসুন বেশিদিন থাকলে পচন ধরতে পারে। কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন বাঁচানোর। কিন্তু জল বের করার কোনও উপায় নেই। সুতি সরলা গ্রামের পেঁয়াজচাষি সুদেব মণ্ডল বলেন, ধার করে পেঁয়াজচাষ করেছি। এবারেও বিরাট ক্ষতির সম্মুখীন হতে চলেছি। ২০–২৫ বিঘের পেঁয়াজ এখনও জলের নিচে। গতবছরও এই সমস্যায় পড়েছিলাম। আবার বৃষ্টি এলে বাড়িতে ফসল নিয়ে যাওয়া কোনওভাবেই সম্ভব হবে না। একই দুশ্চিন্তায় রসুনচাষি তাপস মণ্ডল। বলেন, ফলন যেমন কম হয়েছে, তার মধ্যে রসুনের বাজারও নেই। এর উপর জমিতে জল, হিমঘরের বন্ড নিয়ে কালোবাজারি চলছে। কী করব বুঝতে পারছি না।

Latest article